যুক্তরাষ্ট্রে আনিসুল হককে সংবর্ধনা

গত সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের অনুপমা রিয়া মিলনায়তনে লিটল বাংলাদেশ কমিউনিটি ও প্রেসক্লাবের পক্ষ থেকে লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো
গত সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের অনুপমা রিয়া মিলনায়তনে লিটল বাংলাদেশ কমিউনিটি ও প্রেসক্লাবের পক্ষ থেকে লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের অনুপমা রিয়া মিলনায়তনে লিটল বাংলাদেশ কমিউনিটি ও প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আনিসুল হককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আগত দর্শকেরা। ছবি: প্রথম আলো
আনিসুল হককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আগত দর্শকেরা। ছবি: প্রথম আলো

সংবর্ধনায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ এখন সব ক্ষেত্রে বিজয়ী হচ্ছে। দেশ এগিয়ে চলছে। এতে প্রবাসীদের অবদান অনেক।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হক। ছবি: প্রথম আলো
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হক। ছবি: প্রথম আলো

সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে লিটল বাংলাদেশ কমিউনিটি, লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ও প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কু আইচের পরিচালনায় কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল কমার্শিয়াল আল মামুন, সাবেক ভাইস কনসাল শামীম আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, বাংলাদেশি ডেমোক্র্যাট পার্টির সভাপতি শামীম হাসান প্রমুখ বক্তব্য দেন।