খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মন্ট্রিয়েলে মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কানাডা শাখা বিএনপি৷ ২১ অক্টোবর স্থানীয় সময় বেলা ১২টার দিকে মন্ট্রিয়েলের মেট্রো পার্কের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন
করা হয়৷
কানাডা শাখা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবদুল হামিদ নুরু ভূঁইয়া, এ বি এম আবদুর রাজ্জাক রাজু, আরমান মিয়া মাস্টার, সিরাজুল ইসলাম মিজি, সাইদুর রহমান, তোফায়েল আহমদ, মারিফুর রহমান মারিফ প্রমুখ৷ সভা পরিচালনা করেন কামরুল ইসলাম রানা ৷
বক্তারা বলেন, বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ বক্তারা আরও বলেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে৷ তারা অবিলম্বে এই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।