ভাস্কর্য সরানোর ব্যাপারে আইন প্রণয়নের উদ্যোগ

নিউইয়র্কে কলম্বাসের ভাস্কর্য
নিউইয়র্কে কলম্বাসের ভাস্কর্য

নিউইয়র্ক নগরীর বিভিন্ন জায়গায় নির্মিত কোনো কোনো বিরোধী জনমতের ভাস্কর্য সরিয়ে ফেলার ব্যাপারে আইন প্রণয়নের উদ্দেশ্যে একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন নগর কাউন্সিলম্যান ইরিক উলরিচ। কুইন্স থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় কাউন্সিলম্যান ইরিক উলরিচ তাঁর বিলে এমন শর্ত জুড়ে দিচ্ছেন যাতে কোনো ভাস্কর্য সরিয়ে ফেলতে ৫১ সদস্য বিশিষ্ট সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের সমর্থন আবশ্যিক করা হবে। উলরিচ গত ৩১ অক্টোবর এ বিল কাউন্সিলে উত্থাপন করেন।

নগরীতে বিদ্যমান কলম্বাসসহ বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের বিতর্কিত ভূমিকা নতুনভাবে সমালোচনার মুখে তাদের ভাস্কর্য নগর থেকে সরিয়ে ফেলার দাবি ওঠায় গত মাসে মেয়র বিল ডি ব্ল্যাজিও একটি কমিশন গঠন করেন। মেয়র প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বিতর্কিত ব্যক্তিদের ভাস্কর্যের ভাগ্য এ কমিশনই নির্ধারণ করবে।

কাউন্সিলম্যান ইরিক উলরিচ বলেন, বিতর্কিত ভাস্কর্যের ভাগ্য নির্ধারণে মেয়র বিল ডি ব্ল্যাজিওকে নিয়ন্ত্রণ করার জন্য সিটি কাউন্সিলের ভূমিকা রাখা দরকার। সিটি কাউন্সিল রাবার স্ট্যাম্প নয়।

উল্লেখ্য, ৫০ সদস্যবিশিষ্ট সিটি কাউন্সিলের মোট সদস্যদের মধ্যে ৪৭ জনই ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত। মাত্র তিনজন রিপাবলিকান।

চলতি মাসের ৭ তারিখে নগর কাউন্সিলের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এ নির্বাচনেও ডেমোক্রেটিক পার্টি পুনরায় কাউন্সিল নিয়ন্ত্রণ করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।