'যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ফেলতে পারে না কোনো দেশ'

জাপানের ফুসা সিটির ইয়োকোতা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
জাপানের ফুসা সিটির ইয়োকোতা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কোনো দেশই ফেলে দিতে পারে না। দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার পাঁচ দেশ সফরের শুরুতে আজ রোববার সকালে জাপানে পৌঁছে এ কথা বলেন তিনি।

জাপান সফরের মধ্য দিয়ে এশিয়া সফর শুরু করেছেন ট্রাম্প। জাপানে পৌঁছে রাজধানী টোকিওর পশ্চিমে ফুসা সিটির ইয়োকোতা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প শান্তি ও স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার নানা উসকানিমূলক পদক্ষেপের মধ্যেই এই সফর করছেন ট্রাম্প। ১১ দিনের দীর্ঘ এ সফরে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন যাবেন। গত ২৫ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই হচ্ছে দীর্ঘতম এশিয়া সফর। এর আগে ১৯৯১ সালের শেষ ও ১৯৯২ সালের শুরুতে দীর্ঘ এশিয়া সফরে আসেন জর্জ ডব্লিউ বুশ।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কেউ, কোনো একনায়ক, কোনো শাসনব্যবস্থার... যুক্তরাষ্ট্রের সমাধান অবমূল্যায়ন করা উচিত নয়।’

এর আগে গতকাল শনিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন তিনি। তিনি বলেন, ‘আমি মনে করছি আমরা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করব। উত্তর কোরিয়ার বিষয়ে পুতিনের সাহায্য আমাদের প্রয়োজন।’

সফরে আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। এরপর দুই নেতার গলফ খেলার কথা রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট সংকট ও হুমকিতে পড়া ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তির প্রেক্ষাপটে নতুন করে আরও বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে এ সফর ট্রাম্পের জন্য হবে দর-কষাকষি ও কূটনৈতিক দক্ষতা প্রমাণের এক পরীক্ষা।