ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্ধুকধারীর গুলিতে চারজন নিহত। ছবি: এএফপি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্ধুকধারীর গুলিতে চারজন নিহত। ছবি: এএফপি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্ধুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই বন্ধুকধারী এটি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্থানে হামলা চালায়।

গতকাল স্থানীয় সময় সকালে স্যাক্রামেন্টো থেকে ১২০ মাইল দূরে র‍্যাঞ্চো এলাকার একটি বাসা থেকে এই গোলাগুলি শুরু হয়।

পুলিশ জানায়, গুলিতে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। পুলিশের ধারণা, পারিবারিক সহিংসতার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

তেহামা কান্ট্রি অ্যাসিস্ট্যান্ট শেরিফ ফিল জনস্টোন এএফপিকে জানান, বন্দুকধারী তেহামা প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়। তবে গোলাগুলির শব্দে শ্রেণিকক্ষের দরজা জানালা বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তেই শিক্ষার্থীদের জীবন বেঁচে যায় বলে জানান তিনি।

বন্দুকধারীর পরিচয় এখনো জানা যায়নি। কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েননি তিনি। তাঁর এলোপাতাড়ি গুলিতেই এই হতাহতের ঘটনা ঘটে।