জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন বলে তাঁর প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়ে বলেছে, আজ বুধবার এ–সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তখন মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেবেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও এখনই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেবেন না।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ আরব বিশ্বের নেতারা। তাঁরা বলছেন, এটা হবে মুসলমানদের প্রতি অনাকাঙ্ক্ষিত উসকানি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জেরুজালেম নিয়ে ‘সীমা লঙ্ঘন’ না করতে ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আর ইসরায়েলের উদ্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়, তবে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে।