আশরাফুন নাহার লিউজার দুটি কবিতা

অন্ধবিশ্বাস ভেঙে যাওয়াই ভালো

আমারতো কোনো দুঃখ ছিল না দিদিভাই
শুধু তোমার ভালোবাসা পাবার
তীব্র আকাঙ্ক্ষা আমাকে দুঃখী বানিয়ে রেখেছিল।

তোমার অবহেলার রুদ্ধদ্বারে ধাক্কা খেয়ে
আমি ফিরে পেয়েছি সুন্দরতম বাস্তবতা।
আমি এখন ভালোবাসা নামক মরীচিকার
উল্টো পথের পথিক।

আমার তো সখ্য হয়েছিল
তোমার চোখ থেকে গড়িয়ে পড়া
কয়েক ফোঁটা জলের সাথে!
আমার সখ্য হয়েছিল
জীবনের ওপারে খেলা করা
ছোট্ট ‘নদী’র মায়ের সাথে।

মনের ভেতরে মন থাকে,
কথার গহিনে থাকে না বলা কথা,
সব হারিয়ে খোঁজ মেলে আড়ালের সত্য।
ধাঁধার উত্তরগুলো টোকা দেয়
ঘুম ভাঙানিয়া ভোরে!

অন্ধবিশ্বাস ভেঙে যাওয়াই ভালো।

দিদিভাই, তোমার মিথ্যে আবেগের ছোট্ট একটা বাক্য,
সৃষ্টি করেছিল আমার অসংখ্য বিষণ্ন বিকেল।
কোনো দুঃখ ছিল না আমার!
তোমাকে আপন করে চাওয়ার অন্ধ ভালোবাসা
আমাকে দুঃখী বানিয়ে রেখেছিল।
অন্ধবিশ্বাস ভেঙে যাওয়াই ভালো।

নিবেদিতার ভালোবাসা

আমি ভালোবাসি, মায়ের কষ্টের কাঁকনে চুমু খেয়ে বেড়ে ওঠা
তোমার পিতৃহীন শৈশব।
আমি ভালোবাসি, তোমার সদ্য কৈশোরে একটি ঝকঝকে রঙিন
তীর-ধনুক না পাওয়ার চাপা হাহাকার।
ভালোবাসি তোমার স্বপ্নের রংধনু ছুঁতে না পারার দীর্ঘশ্বাস!

আমি ভালোবাসি তোমার নির্ঘুম রাতের ক্লান্ত চোখজোড়া,
ভালোবাসি তোমার কপাল ভাঁজে লুকিয়ে থাকা ছোট্ট একটা দুঃস্বপ্ন।
ভালোবাসি তোমার প্রশস্ত বুকের নাম না জানা শূন্যতা,
ভালোবাসি তোমার মধ্যদুপুরের একাকিত্ব।

আমি ভালোবাসি, তোমার জীবন দেয়ালে ঠেকে যাওয়া পিঠের ক্ষতচিহ্ন।
ভালোবাসি তোমার চেপে রাখা নির্বাক কণ্ঠস্বর।
ভালোবাসি তোমার দুঃখ আড়ালে রাখার এক চিলতে হাসি,
ভালোবাসি তোমার যুদ্ধ শেষের জয়ধ্বনি।

আমি ভালোবাসি, তোমার ও তিলোত্তমার উষ্ণ প্রেমের নিবিড় বন্ধন।
ভালোবাসি তোমার দিন শেষের তৃপ্তির হাসি।
হৃদয়ের নাম না জানা শূন্যতা হাতড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে দেখ,
এক দ্বিধাহীন উদার ঝকঝকে নীল আকাশ
যার নাম ‘নিবেদিতার ভালোবাসা’।