জাহান রিমার প্রেমের অণুকাব্য

আমায় দোষ দিও না
বলে মাদক মাদক. . উদাসীন
আমার অমন হবার জন্য দায়ী
ফিনাইল ইথাইল আর অ্যামিন।

আমায় দোষ দিও না
কেন এই ভালো রই, এই তো লীন. .
ঘর্মাক্ত কেন? কোথায় বিলীন?
আমি কি আর ওসব জানি? সব জানে ওই ডোপামিন!

আমায় দোষ দিও না
কী করো হ্যাঁ? অতিরিক্ত সময় কোথায়?
কোন ভূবনে সারা দিন?
দোহাই শোনো! আমি কী আর ওসব জানি
আমার সময় কাটে তার বিহনে, জল গড়িয়ে সেরোটোনিন. .

আমায় দোষ দিও না
ভয় দিও না, ভরে তাতে বিষের বীণ
আমার আলিঙ্গনের আগল বুকে, কারাদণ্ডে অক্সিটোসিন
আমি কী আর ওসব জানি; লীলা খেলে ফেরোমিন!

দোষ দেব কারে? কী দেব প্রমাণ?
মনের প্রশ্নে সেও বেইমান!
নাম তার শরীরের: ভাইটাল সাইন।

পালস রেইট নরমাল। তিরিশের সাথে দুইগুণ।
সে এলে লেফট সাইড বলে: তিন গুন!

ব্লাড প্রেশার নরমাল। একশত বিশ আর আশি
সে গেলে ডায়াসটলিক সিসটলিক বেড়ে: প্রেম অবিনাশী!

তাপমাত্রা মাত্রামত জানি নাইনটি নাইন।
সে ছুঁলে পার হয় শতের ঘরের চাইম. .
তবু অচেনারে বলি: আছি খুব ফাইন!