জলবায়ু চুক্তিতে ফিরতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণার ছয় মাস পর তাতে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি কোনো সমঝোতা যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্যভাবে বিবেচনায় নেয়, সে ক্ষেত্রে তাঁর দেশ ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে ‘বোধগম্যভাবে’ ফিরতে পারে।

হোয়াইট হাউসে বসার ছয় মাসের মধ্যে গত বছরের ১ জুন প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায় তাঁর এ সিদ্ধান্তের সমালোচনা ও নিন্দা জানিয়েছে। চুক্তি থেকে সরে যাওয়ার ট্রাম্পের ওই ঘোষণার পর কিছু সমালোচক বলেছিলেন, এর মাধ্যমে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বদান থেকেই মূলত নিজেকে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে জাতিসংঘের নেতৃত্বে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি থেকে সরে দাঁড়ানোর পক্ষে ট্রাম্প যুক্তি দিয়েছিলেন, এটি তাঁর দেশের স্বার্থবিরোধী। মার্কিন স্বার্থ রক্ষাকারী একটি পরিবেশ চুক্তি করায় আগ্রহী তিনি। তবে সেটা যদি সম্ভব না হয়, তা নিয়ে তাঁর প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।

এখন ট্রাম্প এই চুক্তিতে ফেরার সম্ভাবনার কথা জানালেও তিনি তাঁর ওই সুর খুব বেশি পাল্টাননি।