আকায়েদ উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন

আকায়েদ উল্লাহ
আকায়েদ উল্লাহ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পাতালপথে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি আকায়েদ উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন সেখানকার আদালত। সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে গত বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একজন গ্র্যান্ড জুরি।

গত ১১ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটনের কাছে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস টার্মিনালে যাতায়াতের পাতালপথে বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর এবং অপর তিনজন পথচারী সামান্য আহত হন। স্থানীয় পুলিশ জানায়, সাত বছর আগে আকায়েদ নিউইয়র্কে যান। থাকেন ব্রুকলিনে।

বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দাখিলকৃত অভিযোগ অনুযায়ী, আকায়েদকে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার ও গণপরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা চালানোসহ অন্যান্য অভিযোগের সম্মুখীন হতে হবে। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাঁর।

গত মাসে গ্রেপ্তার করার কিছু পর আকায়েদ উল্লাহর বিরুদ্ধে কৌঁসুলিরা ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগ দাখিল করেছিলেন। এবার সুনির্দিষ্টভাবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ঘটনায় আদালত নিযুক্ত তাঁর আইনজীবী অ্যামি গ্যালিসিওর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

নিউইয়র্কে ওই ঘটনার পর বাংলাদেশের পুলিশ বলেছিল, আকায়েদ উল্লাহ (২৭) দেশে থাকার সময় জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।