আজও মেলেনি শহীদের স্বীকৃতি

প্রবাসে থাকি। যে দেশের পরিচয় নিয়ে নিজের বুক ফুলিয়ে হাঁটি, সে দেশের জন্য যারা জীবন দিলেন তাঁদের স্বীকৃতি আজও মেলেনি। পত্রিকায় দেখলাম এমন একটি খবর। সিলেটের ওসমানীনগরে মহান স্বাধীনতা যুদ্ধ শুরুর দিকে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন ব্রিটিশ আমলের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ময়না মিয়া, মছদ্দর আলী ও কাপ্তান মিয়া। কিন্তু এই তিন ব্যক্তি শহীদ হওয়ার নির্মম কাহিনি রয়ে গেছে সবার অগোচরে। তাদের নামও নেই শহীদদের তালিকায়। এমনকি আজও স্বীকৃতিও মেলেনি এই তিন শহীদের।
শহীদ ময়না মিয়ার সন্তান যুক্তরাজ্যপ্রবাসী সফিক মিয়া শহীদদের তালিকায় তাঁর বাবা ও চাচাসহ তিন শহীদের নাম অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। এলাকাবাসীরও একই দাবি। তাঁরা বলছেন, এই তিন শহীদ স্বীকৃতি পেলে সমৃদ্ধ হবে মুক্তিযুদ্ধের ইতিহাস।

আনোয়ার হোসেন, অ্যাস্টোরিয়া, নিউইয়র্ক।