'ডাকাত' শুধু গাড়ির কাচ ভাঙে

ক্ষতিগ্রস্ত গাড়ি
ক্ষতিগ্রস্ত গাড়ি

এক ‘ডাকাত’কে খুঁজছে নিউইয়র্ক পুলিশ। পুলিশের ডাকাত খোঁজাটা কোনো নতুন কিছু নয়। এটাই তাদের কাজ। তবে এই ব্যক্তিকে ডাকাত বলা হলেও কোনো ধরনের ডাকাতির জন্য তাকে খুঁজছে না পুলিশ। তার অপরাধ কুইন্সের অন্তত ৫০টি গাড়ির কাচ ভেঙেছেন তিনি।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর থেকে কুইন্সের মিডল ভিলেজ ও রিজউডের মধ্যবর্তী এলাকায় পার্ক করা ৫৭টি গাড়ির কাচ ভেঙেছে এক ব্যক্তি। এর মধ্যে একটি বাদে বাকি সবই হলুদ ক্যাব। এর মধ্যে ছয়টি গাড়ি থেকে ক্রেডিট কার্ড ও ইলেকট্রনিকস সরঞ্জাম চুরি গেছে।
১০ জানুয়ারি নিউইয়র্ক পুলিশ এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, যা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, সেনেকা অ্যাভিনিউয়ের কাছে একজন ব্যক্তি একটি অজ্ঞাত বস্তু দিয়ে আঘাত করে একটি টয়োটা গাড়ির চালকের আসনের পাশের জানালার কাচ ভাঙছেন। পরে সেখানে কিছু না পেয়ে ওই ব্যক্তি আরেকটি গাড়ির দিকে এগিয়ে যান। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এই ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য নগরবাসীর কাছে সাহায্য চাওয়া হয়েছে। কেউ তার খোঁজ পেলে দ্রুত (৮০০) ৫৭৭—এই নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।