স্বদেশে বেড়াতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়ার বিষয় তুলে ধরুক প্রথম আলো

আমি নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলোর একজন নিয়মিত পাঠক। পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার পর আজ অবধি প্রতিটি সংখ্যাতে স্থানীয় ও বিশ্বরাজনীতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে আলোকপাত করা হচ্ছে বলে আমার ধারণা। এ ছাড়া নিউইয়র্ক নগরের বৈচিত্র্যময় নানা বিষয় নিয়ে লেখা কয়েকটি নিয়মিত কলাম আমার ন্যায় আরও অনেক নিয়মিত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে বলে আমার ধারণা। এ ছাড়া আমেরিকার চলতি নানা আকর্ষণীয় রাজনৈতিক কলাম গুলিও আমার অনেক প্রিয়। তবে আমার মনে হয়, আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী বসবাসকারী শহর হিসাবে নিউইয়র্কের নাম প্রথমেই আসবে। এই অভিবাসীদের বড় একটি সংখ্যা প্রতি বছরের শেষে স্কুল ছুটিতে পরিবার পরিজন নিয়ে নিজ দেশে বেড়াতে যান।
পরিবার পরিজন নিয়ে এই স্বল্পকালীন সময়ে অনেক ভালো মন্দের অভিজ্ঞতার সম্মুখীন হন। কোনো অভিজ্ঞতা খুবই প্রেরণামূলক। কখনো আবার সেই অভিজ্ঞতাগুলি হয়ে যায় তিক্ততাপূর্ণ। কেউ আবার সন্তানদের নিয়ে দেশে দিয়ে নানা বিড়ম্বনার মুখোমুখি হন। সেই সব অভিজ্ঞতাসমূহ ও এর প্রতিকার বা সমাধান যদি আপনাদের পত্রিকাতে প্রকাশের সুযোগ থাকত বোধকরি আমাদের মতো প্রবাসী পাঠকেরা অনেক উপকৃত হতে পারতেন।
আমার এই প্রস্তাব বিবেচনা করবার জন্য অনুরোধ থাকল।

শরিফ সুমন, নিউইয়র্ক।