যুক্তরাষ্ট্র আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা ২৮ জানুয়ারি

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে আগামী ২৮ জানুয়ারি। এদিন নিউইয়র্ক নগরের অ্যাস্টোরিয়া এলাকার ৩৯-০৬ স্ট্রিটে হোটেল হোম-২-এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় আগামী নির্বাচনে দলের পক্ষে প্রবাসের কর্মীরা কীভাবে ভূমিকা রাখতে পারেন—তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে সিদ্দিকুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ও নিজেদের অভ্যন্তরীণ যেকোনো বিষয় নিয়ে খোলাখুলি আলোচনার জন্যই মূলত এই সভা আহ্বান করা হয়েছে। প্রতিটি সদস্য তাঁদের যুক্তিসংগত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সভাকে প্রাণবন্ত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’
সভার কয়েকটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের প্রেক্ষাপট সবিস্তার বর্ণনা করা হবে। গত কার্যনির্বাহী কমিটির সভা যেখানে মুলতবি হয়েছিল সেখান থেকেই আবার শুরু করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুফল ঘরে তুলতে আমাদের করণীয় সম্পর্কে সবার মতামত নেওয়া হবে। শূন্য পদগুলো পূরণ করার ব্যাপার আলোচনা হবে। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে উপস্থিত সবার মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর বাইরে দলের গঠন ও পরিচালনা সংক্রান্ত বিবিধ বিষয় আলোচিত হবে।
ড. সিদ্দিকুর দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের এই বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে, সে ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। এ সভার মাধ্যমে আমরা নিজেরা সবার কাজ ভাগ করে নেব।’