একজন সক্রেটিস

একজন সক্রেটিস 

আর এক বাটি হেমলকের হাসি,
ফুরিয়ে যাওয়া মনুষ্যত্বে নিভু নিভু জোরজবরদস্তি আগুনে
কি দরকার ছিল? পালিয়ে গেলেই হতো!
মানুষ হবার দায়বদ্ধতা কমে যেত চক্র বৃদ্ধিহারে, সুযোগ ছিল আরও
আধুনিক হিউমের সন্দেহ কি অনেকটাই বাড়াবাড়ি নয়?
ডারউইনের বাঁদর আর ইমানুয়েলীয় নৈতিকতার রূপকথা
শুনে আর বুঝে শুধু পাগলে, আসল বিশ্ব ঘুরে ট্রাম্পুটিনে।
ভলতেয়ারের কাঁদিদ কেন লাল ভেড়া নিয়ে বেড়ায়,
শহীদ কাদরী কেন বিক্রি করেন চার লাখে লাল গোলাপ,
রাসেলের কেটলি কেন উড়ে বেড়ায় মহাশূন্যে,
সালভাদরের মরা মাথার খুলি কেন হাসে গোপনে,
চার্বাকেরা ঋণ করে ঘি আর পাসকুয়াল কেন হত্যা করে মা কে?
সার্ত্র আর সিমন বিয়েথা করে ঘর-সংসার করলেই হতো,
পৃথিবী পেত কিছু বাড়তি ছানাপোনা,
কিয়ের্কেগার্ড আংটি ফেরত না দিলেও পারতো,
নিউটন আপেল ছুঁড়ে মারতো যদি ক্রিকেটের বলের মতো,
সে তো ছিল লর্ডসের কাছেই, সুযোগ ছিল অনেক, এমনকি,
হীরক রাজাও যদি সত্যিকারের রাজা হতো!
সব দোষ সক্রেটিসের!