যৌন হয়রানির অভিযোগে রিপাবলিকান নেতার পদত্যাগ

রিপাবলিকান নেতা স্টিভ উইন। ছবি: রয়টার্স
রিপাবলিকান নেতা স্টিভ উইন। ছবি: রয়টার্স

যৌন হয়রানির অভিযোগের মুখে রিপাবলিকান ন্যাশনাল কমিটির অর্থ-সংক্রান্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভ উইন। বিবিসি অনলাইনের খবরে আজ রোববার এ কথা জানানো হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ক্যাসিনো ব্যবসায়ী স্টিভের বিরুদ্ধে অভিযোগ-তিনি তাঁর বাড়িতে যাওয়া ম্যাসাজ থেরাপিস্টদের যৌন হয়রানি করেছেন। এ ছাড়া একজন কর্মীকে তিনি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন।

তবে স্টিভ উইন এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এসব অভিযোগ ‘সম্পূর্ণ উদ্ভট।’ তিনি এ ঘটনার জন্য তাঁর সাবেক স্ত্রীকে দোষ দিচ্ছেন।

এক বিবৃতিতে স্টিভ উইন বলেছেন, ‘আমার সাবেক স্ত্রী অ্যালাইন উইনের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। তিনি পেছন থেকে এসব কলকাঠি নাড়ছেন।’

স্টিভ উইন রিপাবলিকান পার্টিকে চাঁদা দেন। তাদের তহবিল সংগ্রহে তাঁর ভূমিকা আছে। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রোনা ম্যাকড্যানিয়েল।

হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নারীদের যৌন হয়রানির খবরগুলো প্রকাশ পেতে শুরু করে। সর্বশেষ ১৫৬ জন নারী ক্রীড়াবিদকে যৌন নিপীড়ন করার দায়ে অলিম্পিকের সাবেক চিকিৎসক ল্যারি নাসারের ১৭৫ বছরের কারাদণ্ড হয়।