দাদু-নাতি দুজনেই ট্রেনে চড়ে ঘুরতে ভালোবাসেন

দাদু মনজুর আহমদ ও নাতি ধ্রুব মনজুর
দাদু মনজুর আহমদ ও নাতি ধ্রুব মনজুর

নিউইয়র্ক প্রেসক্লাব গত ১২ জানুয়ারি প্রথমবারের মতো প্রবর্তিত ‘ফাজলে রশিদ’ সম্মাননা তুলে দিয়েছে বিখ্যাত সাংবাদিক মনজুর আহমদকে। ১৯৬১ সালে দৈনিক সংবাদ–এর সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন মনজুর আহমদ, বয়স তখন মাত্র ১৮। তারপর ৫৭ বছর কাটিয়ে দিলেন এই পেশায়। দৈনিক বাংলায় কেটেছে ৩০ বছর। ২০০১ সালের ১২ জানুয়ারি মনজুর আহমদের পুত্রবধূ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তারপর নাতি ধ্রুব মনজুরকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন মনজুর ও রেখা আহমদ দম্পতি। ধ্রুব ছোটবেলায় ভাবত, দাদু-দিদাই বুঝি তাঁর বাবা-মা। ধ্রুব এখন ব্রিমিংহাম ইউনিভার্সিটিতে পড়ছেন। উত্তরের নকশার নিয়মিত বিভাগ দুই প্রজন্মে দাদু আর নাতিকে নিয়ে লিখেছেন মনিজা রহমান

১. প্রিয় অভিনেতা-অভিনেত্রী…

মনজুর আহমদ: উত্তম, সুচিত্রা, সোফিয়া লরেন, গ্রেগরি পেক।
ধ্রুব মনজুর: লিওনার্দো ডি ক্যাপ্রিও, উইল স্মিথ।
২. প্রিয় পোশাক…
মনজুর আহমদ: পাঞ্জাবি-পায়জামা।
ধ্রুব মনজুর: টি–শার্ট, জিন্‌সের প্যান্ট।
৩. কখন বিরক্ত লাগে…
মনজুর আহমদ: কেউ যখন রূঢ় আচরণ করে, আমি আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি না।
ধ্রুব মনজুর: কাউকে ভণ্ডামি করতে দেখলে।
৪. পরস্পরের চরিত্রের কোন দিকটি পছন্দ? কোন দিকটি অপছন্দ?
মনজুর আহমদ: ধ্রুব খুব স্পষ্টভাষী। যা বলার সরাসরি বলে। ও খুব বুদ্ধিমান ও মেধাবী। ছোটবেলা থেকে দেখেছি, যেকোনো কিছু বোঝার ক্ষমতা ওর অন্যদের চেয়ে বেশি। আর অপছন্দ হলো মেজাজ। শৃঙ্খলাবোধেরও অভাব আছে।
ধ্রুব মনজুর: দাদু খুব ধীরস্থির, শান্ত স্বভাবের মানুষ। এটা আমার খুব পছন্দ। আর অপছন্দ হলো, উনি কারও সাহায্য নিতে চান না। এমনকি আমারও না।
৫. প্রিয় খাবার…
মনজুর আহমদ: খিচুড়ি, গরুর মাংস, ডিম ভুনা।
ধ্রুব মনজুর: ভাত আর ডাল।
৬. যাঁর গান ভালো লাগে…
মনজুর আহমদ: হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়।
ধ্রুব মনজুর: বব মার্লে।
৭. যেখানে বেড়াতে যেতে চাই বারবার….
মনজুর আহমদ: ঝিনাইদহে, যেখানে আমার পৈতৃক বাড়ি আছে, আমার শিকড়।
ধ্রুব মনজুর: জাপানের রাজধানী টোকিও।
৮. পছন্দের বাহন…
মনজুর আহমদ: ট্রেনে করে ঘুরতে ভালো লাগে।
ধ্রুব মনজুর: ট্রেন।
৯. টেলিভিশনে কোন অনুষ্ঠানটি দেখা হয়…
মনজুর আহমদ: নিউজ।
ধ্রুব মনজুর: নিউজ।
১০. প্রিয় লেখক….
মনজুর আহমদ: তরুণ বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আর বিমল করের লেখা ছোটগল্পের খুব ভক্ত ছিলাম। পরিণত বয়সে এসে সৈয়দ শামসুল হক ও শওকত আলীর লেখা খুব আকৃষ্ট করে।
ধ্রুব মনজুর: চার্লস ডিকেন্স।
১১. প্রিয় রং
মনজুর আহমদ: আকাশি নীল।
ধ্রুব আহমদ: আকাশি নীল।
১২. অবসরে কী করেন…
মনজুর আহমদ: লেখালেখি করি।
ধ্রুব মনজুর: বাস্কেটবল খেলি।