একুশের গান নিয়ে বিশেষ আয়োজন

সালাম ও বরকত, এসো বারবার/রফিক ও জব্বার, এসো বারবার/বাংলা মাটি আজ মুক্ত স্বাধীন/চেতনার আজিকে সেই দিন/রক্ত রঙীন/আবার এসেছে ফিরে বাংলার প্রতি ঘরে/স্মৃতিময় চেতনার সেই দিন। মহান ভাষা আন্দোলনের চমৎকার এই গানটি রচিত হয় ১৯৭৩ সালে। গানটি বিভিন্ন সময়ে একুশের অনুষ্ঠানে গাওয়া হলেও কখনো রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়নি। গানটি এবার প্রথমবার নিউইয়র্ক থেকে রেকর্ড করা হলো। 

গানের গীতিকার হলেন নিধন ডি রোজারিও, সুরকার নিপু গাঙ্গুলি, সংগীত আয়োজন ও মিক্সিং করেন নাদিম আহমেদ। মিডি মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। ভিডিও করেছে সূত্র অ্যাডভার্টাইজিং। গানের শিল্পীবৃন্দ হলেন-অপু গাঙ্গুলি, ম্যারিস্টেলা আহমেদ শ্যামলী, ক্লেমেন্ট স্বপন গোমেজ, রাখী গাঙ্গুলি, দুররে মাকনুন নবনী, হোসেন শাহরিয়ার তৈমুর, খ্রীষ্টফার তাপস গোমেজ, পিটার স্বপন কোড়ায়া। পুরো আয়োজনের পরিকল্পনায় ছিলেন আখতার আহমেদ রাশা।