ছাত্রদের বকা খাওয়ার পর এফবিআইকে দুষলেন ট্রাম্প

নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বারবার চোখ মোছেন এমা গনজালেস। গত শনিবার ফ্লোরিডার ফোর্ট লটারডেলে।  ছবি: এএফপি
নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বারবার চোখ মোছেন এমা গনজালেস। গত শনিবার ফ্লোরিডার ফোর্ট লটারডেলে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে একটার পর একটা হামলা হয় আর এরপর অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়। এবার ফ্লোরিডার বিদ্যালয়ে বন্দুক হামলার পর এর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাসম্পসহ রাজনীতিবিদদের ওপর ক্ষোভ ঝাড়লেন সেখানকার শিক্ষার্থীরা। তাঁদের ক্ষোভের মুখে এ হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (এফবিআই) দুষলেন ট্রাম্প।

ওই হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা গতকাল রোববার ঘোষণা করেছে, আগামী মার্চে তারা ওয়াশিংটনে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত আইন সংস্কারের জন্য আইনপ্রণেতাদের উদ্দেশে ‘ধিক্কার’ জানাবে। একদল শিক্ষার্থী গণমাধ্যম এবিসি নিউজকে বলেছে, ২৪ মার্চ তারা ‘জীবনের জন্য মিছিল’ শিরোনামে এই ধিক্কার জানাবে।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন ফ্লোরিডার মার্জোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি হয়। স্কুলটির সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নিহত লোকজনের স্মরণে গত শনিবার ফোর্ট লটারডেলে এক সমাবেশের আয়োজন করা হয়। তাতে অংশ নিয়ে নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও স্বজনেরা যথেচ্ছ বন্দুক কেনার ক্ষমতা খর্ব করার পক্ষে সোচ্চার হন। তাঁরা আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে আইনের দাবি তোলেন।

এ বছর যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক নিয়ে হামলার ১৮তম ঘটনা এটি। বন্দুকধারীর নির্বিচার গুলিতে নিহতের ঘটনা যেন এটাই শেষ হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করে এই তরুণী বলেন, ‘আমাদের আইন বদলাতে হবে। অস্ত্র রাখার অনুমোদন দেওয়া রাজনৈতিক বিষয় হতে পারে না। এটা জীবন-মৃত্যুর ব্যাপার। এটা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে।’ বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করে গনজালেস বলেন, ‘প্রেসিডেন্ট যদি আমার কাছে এসে বলেন, “এটা ভয়ানক শোকের ঘটনা...এটা নিয়ে আর কিছু করার নেই।” আমি তাঁর কাছে জানতে চাইব, এনআরএর কাছ থেকে কত অর্থ পেয়েছেন। ব্যাপার না। আমি পরিমাণটা জানি—তিন কোটি ডলার।’

গনজালেস আরও বলেন, ‘ফ্লোরিডায় অস্ত্র কেনা-বেচার বিষয়ে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। চাইলেই যে কেউ যেকোনো পরিমাণ অস্ত্র কিনতে পারে। বুঝতে পারি না, অস্ত্র কেনার চেয়ে ছুটির দিনগুলোতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা কেন কঠিন হয়ে যায়?’

এফবিআই গত শুক্রবার স্বীকার করে, গত বছর ইউটিউবে একটি ভিডিওর সূত্র ধরে বেন বেনিট নামের এক ব্যবহারকারী এফবিআইকে হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে অবহিত করেন। সে অনুযায়ী এফবিআই সচেতন হয়েছিল, তবে হামলা ঠেকাতে ব্যর্থ হয়।

সমালোচনার মুখে ট্রাম্প টুইট করেছেন, ‘এফবিআই হামলার ঘটনার ব্যাপারে বার্তা পেলেও তা ঠেকাতে ব্যর্থ হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। এফবিআই মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ খুঁজে বের করতে পারল, অথচ শিক্ষার্থীদের বাঁচাতে পারল না।’