যুক্তরাষ্ট্রে রূপান্তরিত আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাম্প-স্টক ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার এক এক আদেশে সই করেছেন। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাম্প-স্টক ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার এক এক আদেশে সই করেছেন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাম্প-স্টক ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার এক এক আদেশে সই করেছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই ডিভাইস দিয়ে স্বয়ংক্রিয় রাইফেলকে রূপান্তর করে এমন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে আগ্নেয়াস্ত্র দিয়ে মিনিটের মধ্যে শত শত গুলি ছোড়া সম্ভব।

এমন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেই গত অক্টোবরে লাস ভেগাসে এক কনসার্টে নির্বিচারে গুলি ছোড়েন স্টিফেন প্যাডক নামের এক ব্যক্তি। এতে ৫৯ জন নিহত হয়েছেন । আহত হন পাঁচ শতাধিক মানুষ। অডিও বিশেষজ্ঞরা বলছেন, প্যাডক প্রতি ১০ সেকেন্ডে ৯০টি করে গুলি ছুড়েছিলেন।

হোয়াইট হাউসের ইস্ট রুমে গতকাল মঙ্গলবার ছিল পাবলিক সেফটি মেডেল অব ভ্যালোর অ্যাওয়ার্ড সিরেমনি অনুষ্ঠান। সেখানেই ট্রাম্প এ আদেশের কথা জানান। ছবি: এএফপি
হোয়াইট হাউসের ইস্ট রুমে গতকাল মঙ্গলবার ছিল পাবলিক সেফটি মেডেল অব ভ্যালোর অ্যাওয়ার্ড সিরেমনি অনুষ্ঠান। সেখানেই ট্রাম্প এ আদেশের কথা জানান। ছবি: এএফপি

গত সপ্তাহে ফ্লোরিডায় মার্জোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে স্কুলটির প্রাক্তন এক ছাত্র নির্বিচারে গুলি করে ১৭ জনকে হত্যা করে। এরপরই নতুন করে আবার আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। চারপাশে শুরু হয় সমালোচনা।

এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি এ ধরনের বিভাইসকে অবৈধ ঘোষণা করে একটি আইন প্রণয়ন করতে বিচার বিভাগকে প্রস্তাব দিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন। বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে ‘খুব দ্রুত’ বাম্প-স্টকস ডিভাইসকে অবৈধ ঘোষণা করতে নতুন নির্দেশিকা চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন।

লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় কনসার্টে গোলাগুলির ঘটনায় দর্শকদের ছোটাছুটি। ফাইল ছবি: এএফপি
লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় কনসার্টে গোলাগুলির ঘটনায় দর্শকদের ছোটাছুটি। ফাইল ছবি: এএফপি

এ ঘটনার শিকার শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা স্থানীয় সময় আজ এ নিয়ে ফ্লোরিডার রাজধানী টারাহাসিতে বিক্ষোভ করবেন।

এ ধরনের উপকরণ (বাম্প-স্টক ডিভাইস) দিয়ে আধা স্বয়ক্রিয় রাইফেল তৈরি করা হয়, যা দিয়ে মেশিনগানের মতো মিনিটে শত শত গুলি করা যায়। ১০০ ডলার ব্যয় করলেই এসব উপকরণ কেনা যায়। এর জন্য ক্রেতার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্য আছে কি না, তা আইন অনুযায়ী যাচাই-বাছাই করার প্রয়োজন পড়ে না।