ফেরারি

তোমাকে খুঁজেছি পথে-প্রান্তরে
নদীটির ধারে সকালে-দুপুরে সংগোপনে।
যেখানেই যাই, তুমি যে কোথায়!
নাই কোনোখানে।
অথচ বাতাসে, ঘ্রাণ ভেসে আসে
নুনের গন্ধ, মৃদু ও মন্দ ছন্দের দোলা
আমাকে ঠেলেছে, দেখি পথ খোলা।
পেছনে তাকাই যদি ফিরে পাই
তোমার ছোঁয়া।
প্রকৃতির মাঝে তারা যেন সাজে তোমার মতোই
হাওয়ার দোলা।
আমি তো বানিয়ে দিয়েছি আমার পায়ের শব্দ
পথের ওপর দাগ কেটে যায় নতুন অব্দ!
তোমার মুখের মতন কোনো মুখ খুঁজে আমি
পাইনি কোথাও
যার কাছে যাই দেখি তার মুখ বলে সরে যাও
আমি তো সরতে চেয়েছি
তোমার কথার গর্তে পড়েছি
তবু বারেবারে উঠে দাঁড়িয়েছি
তার ইশারায়,
কে যেন বলছে ওই মুখখানি একবার আসে
আর আসে নাকো।
তুমি কেন চাও ধরতে আঁচল চারিদিক ছল
সাপের ছোবল, বাতাসে শুনি
আমি কাল গুনি
কে এক ডাইনি বলে নাই নাই
প্রকৃতির লতা আমার মাথায় ছোঁয়া দিয়ে যায়
আমিও তখন স্থির করি মন—পালাই পালাই।