শৈশব শিহরণে ঈদ

ঈদ মানে এখনো খুঁজি, বয়ে বেড়ানো শৈশব স্মৃতি

শৈশব স্মৃতি থেকে জমিয়ে রাখা কিছু শিহরণ
মসজিদের মাইক থেকে খুশির বার্তা
পাড়া-মহল্লায় মুখে মুখে গাওয়া
রেডিও-টেলিভিশনের সংগীতে
হঠাৎ বেজে ওঠা প্রিয় কবির প্রিয় গান—

“ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ!”

সিয়াম সাধনার শেষে এখনো মুখে মুখে
রয়ে গেছে সেই প্রিয় গান
এখনো মৌন নীলে
শাওয়ালের বাঁকা চাঁদ ওঠে হেসে
আনন্দ বৈভব বিলাতে
এখনো বছর বছর, ঘরে ঘরে ঈদ আনন্দ ফিরে আসে!

তবুও যেন অনন্ত আকাশ, বয়ে বেড়ানো জীবনেরই নীল
সদ্য ওঠা শিশু চাঁদে খুঁজে পাই জন্ম নেওয়া নবজাতকের মিল!

আশা-হতাশার মাঝে শুনি পালাতক সুদিনের ডাক
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!!