নিউইয়র্কের বইমেলায় তসলিমা নাসরিন

নিউইয়র্কের বইমেলায় তসলিমা নাসরিন
নিউইয়র্কের বইমেলায় তসলিমা নাসরিন

নির্বাসিত কবি ও লেখক তসলিমা নাসরিন ২৩ জুন নিউইয়র্ক বইমেলায় এসেছিলেন। সন্ধ্যা ৮টা ২৫ মিনিটের দিকে তিনি বইমেলায় আসেন। ৮টা ৪৫ পর্যন্ত তিনি ছিলেন অঙ্কুর প্রকাশনীর স্টলে। তাঁর আগমনের পর এই ২০ মিনিটে বইমেলা হয়ে পড়েছিল তসলিমাকেন্দ্রিক। লেখক তসলিমাকে এক নজর দেখতে দর্শনার্থীরা ভিড় করেছিল সেখানে। এ সময় অনেকে তাঁর সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন। 

অঙ্কুর প্রকাশনীর মালিক মিসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘তসলিমা নাসরিন এসে আমার স্টলে দাঁড়াতে না দাঁড়াতেই মেলার প্রচুর দর্শনার্থী আমার স্টলে ভিড় করেন। তাঁর সঙ্গে কথা বলা ও ছবি তোলার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছিলেন। আমাদের প্রকাশিত তাঁর দুটি বই “ফরাসি প্রেমিক” ও “শোধ” নিয়ে তিনি দ্রুত মেলা ত্যাগ করেন। তাঁকে নিয়ে মানুষের ভিড়ে মেলা ভন্ডুল হওয়ার আশঙ্কায় তিনি তাড়াতাড়ি চলে যেতে বাধ্য হন।’

জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলের বইমেলায় ঢুকতেই তসলিমা নাসরিনের দেখা হয় মানবাধিকারকর্মী সিতাংশু গুহের। তাঁর সঙ্গে কুশলাদি বিনিময় করতে করতে পাঁচ মিনিটের মধ্যে তসলিমা নাসরিনকে ঘিরে মানুষের ভিড় জমে জমে যায়। সিতাংশু গুহ বলেন, তসলিমা এক সপ্তাহ নিউইয়র্কে থাকবেন। তাঁকে অতিথি করে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি সময়সূচি নিয়েছি।’

তসলিমা নাসরিন তাঁর বিতর্কিত লেখার জন্য মৌলবাদীদের রোষানলে পড়েন। পরে ১৯৯৪ সালে তাঁকে দেশত্যাগ করতে হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে তিনি বসবাস করেন। বর্তমানে তিনি সুইডেনের নাগরিক। তবে বসবাস করছেন পশ্চিমবঙ্গের কলকাতায়।