ইশারাসমগ্র

বেদনারা ছিল অজন্তা গুহায়
শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তা বোধের
দুর্দান্ত ভাষায়
পাথরের কঠিন গতরে
থরে-থরে
কী বেদনা আর তবে
আমাকে দখলে নিয়ে ম্লান করিবে গরিমা
ইলোরার উৎসবে?
না। আর ও কথা নয়
অজন্তা ও ইলোরার বেদনার নিচে
যে আনন্দ চিরকাল কথা কয়
তুমি সেই কলধ্বনিটি আমাকে এখন শোনাও, কবি
গভীর সুন্দরে ডুবে যেতে যেতে গাও সেই
বৃত্তান্তের সবই
বিশেষত তক্ষণের সেই উদারা মুদারা তারা
জীবনের ইশারাসমগ্র নিয়ে রয়েছে যাহারা...