পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করা 'নিষ্ঠুরতা'

মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছেন নোবেলজয়ী নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। অভিবাসী শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার নীতিকে ‘নিষ্ঠুর’ নীতি হিসেবেও বর্ণনা করেছেন তিনি। নারীশিক্ষা উন্নয়নের প্রচারণার জন্য প্রথম দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে ব্রাজিলে গেছেন মালালা। সেখানেই গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে এভাবেই নিজের মতামত তুলে ধরেন।
গত মে মাসের প্রথম দিকে অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণের পর ২ হাজার ৩০০ অভিবাসী শিশু তাদের মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাম্পের এ নীতির বিরুদ্ধে দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ট্রাম্পকে ইঙ্গিত করে অভিবাসী শিশুদের বিচ্ছিন্ন করার নীতি নিয়ে মালালা বলেন, ‘এটা নিষ্ঠুর, এটা অন্যায্য, এটা একেবারেই অমানবিক। আমার মাথাতেই আসে না কী করে একজন মানুষ এমন করতে পারেন। আমি আশা করি, শিশুরা তাদের মা-বাবার সঙ্গে একত্রে থাকতে পারবে।’
চলতি বছরের জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে শরণার্থীদের বিষয়ে দেশটির নীতির উচ্চ প্রশংসা করেন মালালা। ওই সময় তিনি নারী অধিকারের বিষয়ে ট্রাম্পের কার্যক্রম নিয়ে প্রশ্নও তোলেন।

পাঁচ বছরের নিচে শিশুদের ফেরত পাঠানো হবে
গত বুধবার এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, বিচ্ছিন্ন হওয়া যেসব অভিবাসী শিশুর বয়স পাঁচ বছরের নিচে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হবে, যদি তারা যোগ্য হয়ে থাকে।
ট্রাম্পের অভিবাসী শিশুদের বিচ্ছিন্ন করার নীতির বিরুদ্ধে মামলাকারী সংগঠন দ্য আমেরিকা সিভিল লিবার্টি ইউনিয়ন অভিবাসী শিশুদের পুনর্মিলন নিয়ে ট্রাম্প প্রশাসন গড়িমসি করায় সমালোচনা করেছে। সংগঠনের আইনজীবী লি গিলার্ন্ট বলেন, ‘তাদের বিবৃতি সর্বোচ্চ তামাশা। আমরা জানি তারা সময়সীমা অতিক্রম করেছে।’