আর্তনাদ

সুন্দর দৃষ্টিকে অসুন্দর চোখ রাঙিয়ে যায়।

বৃথা নিশি ক্রন্দনের উত্তাল পবনে
হারায় শশী দহনে
বুঝিতে পারে না হায়
শশী! সেতো দহনে নয়
শীতল ছোঁয়ায় হৃদয় জুড়িয়ে দেয়।

২.

সময় ছুটে চলে সময়ের স্রোতে
স্মৃতি কেবল থেকে যায় স্মৃতিকেই ঘিরে
মনের অমলিন অ্যালবামে।
স্মৃতির কারুকার্যে সূচিরাও ঝড় তোলে
মরুর উত্তাপে কিংবা শীতল প্রবাহে।

৩.

অশান্ত ঘোড়ার পদভারে
কোমল পৃথিবী পিষ্ট হয়ে
উত্তাল অস্থিরতার ঢেউয়ে
বিনয় যাচ্ছে ভেসে,
অসহায় দুহাত তুলে।
মাটির আর্তনাদে
খোদার আরশ ওঠে কেঁপে।
যেটুকু অবশিষ্ট থাকে
নরম রোদের নিষ্পাপ হাসি
প্রতিটি শিশির বিন্দু
দীর্ঘশ্বাসে মিশে
হয় মোনাজাত এবার যদি থামে।

(উৎসর্গ: যে শিশুটি পৃথিবীর আলো দেখার আগেই রক্তে স্নাত হলো পৃথিবীর গুলিতে)

ইমতিয়াজ আরা মমতাজ: পার্থ, অস্ট্রেলিয়া।