হেমন্ত মর্মদাহী

যত দূর দৃষ্টি চলে উল্কাঝাঁক মেঘ শুভ্রাকাশে মিলায়

কত দূর কত পথ বেশুমার মন্থন উদাসীন
শুষ্ক চঞ্চুতে ধূসর পালক নুয়ে ওড়ে ধুম্র দিগন্তে
হিম হাওয়া শোনে বিশীর্ণ পাতাদের বিয়োগ আহুতি
গেরুয়া বসনে বৈরাগ্যবদন আকুলতা
সোনারং রোদ্দুরে অসাড় অকালবোধন
ছায়াবৃত বেদনাগুলো ক্রমশ লীন ক্রন্দসী জুড়ে।

বৃক্ষের অঙ্গে অঙ্গে শোকার্ত অনটন হাহাকার
এ শোক নিঃস্বতায় প্রসূত শীকর বেদনার সিম্ফনি
কোন দূরাশার আশায় হেমন্ত তরঙ্গে চলে ভেসে?
বিরস-পরিতোষে অনিবার্য আত্মমহিমা জপে দিনরাত্রি
শুনি নিস্বন প্রতিধ্বনি প্রকৃতির বীতনিদ্র বক্ষ পাঁজরে
অপূর্ণতার পূর্ণতায় শীর্ণ হতে থাকি, দীর্ণ হতে থাকি
পলকহীন চেয়ে থাকি দৃষ্টিভূক মুমূর্ষুতায়
তোমার দীর্ঘশ্বাসের সুঘ্রাণ রিক্ততায় বিষাদীয় বারতা
সে আমার মর্মদাহী অপার্থিব অভিলাষ সংগতি।

অক্টোবর ১৯,২০১৮, নিউইয়র্ক