বরফ ঢাকা পলাতক মন

নিশ্চুপ ঝরে পড়া বরফ শুয়ে আছে ঘাসের বিছানায়

অলস ঘুমকাতুরে বালিকার মতো, তাড়া নেই
বিড়াল পায়ে নেমে আসা ভোর থেমে থাকেনি পথের ধারে
ঘড়িতে দুপুরের ছাপ ফেলে ভরা নদী পায়ে হেঁটে চলে গেছে
কান্ট্রি রোডের বাঁকে সতর্ক দৃষ্টিতে বসে আছে পলাতক মন
সুযোগ পেলেই ছুটবে অজানা গন্তব্যের পথে

উলঙ্গ গাছেদের মন খারাপ, সাদা বরফকে পিতৃঘাতক ভেবে
রুক্ষ মেজাজে প্রতিশোধের মন্ত্র জপে বসন্তের পথ চেয়ে
অত্যাচারের খড়্গ নেমে এলে ভুলে যায় পিতৃহত্যার প্রতিশোধ
ইয়া শাফি ইয়া শাফি স্বরে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করে
অসহায়ের আর্তনাদের শক্তি ফুরিয়ে গেলে একদিন ঘুম ভেঙে দেখে
সত্যের পাথর ঠোঁটে ঝাঁকে ঝাঁকে নেমে আসে আসমানি আবাবিল

জমার খাতা চিরস্থায়ী নয়—জমা খরচের হিসাব মেলাতে
একদল হিসাবরক্ষক ছুটির দিনেও বিরামহীন কাজ করে চলে।