টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্যাপন

টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার

কানাডার টরন্টো শহরে বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে গত বুধবার (১ মে) সন্ধ্যায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। মান্না দে জন্মশতবর্ষ উদ্‌যাপন পর্ষদ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোর বাংলা সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা গান, স্মৃতিচারণা ও মান্না দেকে নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রথমে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন উদ্‌যাপন পর্ষদের পক্ষে কবি দেলওয়ার এলাহী। তিনি বলেন, আরও অনেক কিছুর মতো মান্না দের গানও যেন বাঙালির একান্ত নিজস্ব। তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে জিইয়ে রাখতে পারে শুদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন। মান্না দের গান এ ক্ষেত্রে আমাদের সংবেদনশীল করতে সহায়ক ভূমিকায় অবদান রাখতে পারে।’

টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার

এরপর টরন্টোর জনপ্রিয় শিল্পী ও এই শহরে মান্না দে হিসেবে খ্যাত নূরুল আলম লাল সংগীত পরিবেশন করেন। অসুস্থ শরীর নিয়েও তিনি শুধু মান্না দের জন্মশতবার্ষিকী উৎসবে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন। ‘না, না, না, যেও না/ ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো...’ গানটি দিয়ে শুরু করতেই তাঁকে করতালির মাধ্যমে দর্শক–শ্রোতারা স্বাগত জানান। তিনি পরপর চারটি গান পরিবেশন করেন। শিল্পীকে তবলা ও কিবোর্ড বাজিয়ে সংগত করেন তাঁর পুত্রদ্বয় তানভীর আলম সজীব ও তানজীর আলম রাজীব।

নূরুল আলম লালের পর সংগীত পরিবেশন করেন তানভীর আলম সজীব। তিনি বাল্যকাল থেকে মান্না দের সান্নিধ্য পেয়েছেন এবং স্বয়ং মান্না দের সঙ্গে বাজিয়েছেন, সেই গল্প সবার সঙ্গে ভাগাভাগি করেন। সজীব মান্না দেকে উৎসর্গ করে নিজের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করেন।

টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার

নিউইয়র্কে থাকাকালে গত শতকের নব্বইয়ের দশকে মান্না দের একান্ত সান্নিধ্যের গল্প বলেন বাংলা টেলিভিশনের কর্ণধার ও লেখক সাজ্জাদ আলী। অনুষ্ঠানে গানের গল্পের সঙ্গে সাযুজ্য রেখে সাবলীল ও মনোহর উপস্থাপনা করেন আহমেদ হোসেন ও দেলওয়ার এলাহী।

টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন। ছবি: বিদ্যুৎ সরকার

মান্না দের গান পরিবেশন করেন নবিউল হক বাবলু। তাঁর পরিবেশিত গানের সঙ্গে সাযুজ্য রেখে স্বরচিত একটি কবিতা পাঠ করেন মোহাম্মাদ আলমগীর। অনুষ্ঠানে মান্না দের আরও গান পরিবেশন করেন এই শহরের গজলশিল্পী মোর্তজা শোয়েব এবং শিল্পী অমিত শুভ্র রায় বিখ্যাত গান ‘ও চাঁদ, সামলে রাখো জোছনাকে’ পরিবেশন করেন। আরও গান করেন শিল্পী শিখা রউফ, কুমার অনুপ বোস, নাজমুল হুদা, উত্তম রায় ও শেখর গোমেজ। পুরো অনুষ্ঠানে তবলায় সংগত করেন রনি পালমার ও তানজীর আলম রাজীব। হারমোনিয়াম বাজিয়েছেন মোর্তজা শোয়েব ও অমিত শুভ্র রায়। কিবোর্ড বাজিয়েছেন জাহিদ হোসেন ও তানভীর আলম সজীব।

মান্না দের সঙ্গে সান্নিধ্যের স্মৃতিচারণা করেন চলচ্চিত্রকার ও টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। অনুষ্ঠানে মিজান কমপ্লেক্স অডিটরিয়ামের কর্ণধার মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।

টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিতি। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিতি। ছবি: বিদ্যুৎ সরকার

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ফয়েজ নুর ময়না। হলের স্পনসর ছিলেন মিজান রহমান ও স্যুভেনিরের স্পনসর ছিলেন আমিন মিয়া। ব্যানার তৈরি করে দিয়েছেন মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। সার্বিক সহযোগিতায় ছিলেন এনায়েত করিম বাবুল, মনিস রফিক, ফয়েজ নুর ময়না, হিমাদ্রী রয় সঞ্জীব, জগলুল আজিম রানা, সোলায়মান তালুত রবিন, বিদ্যুৎ সরকার, বনি আরিফ হোসেন, দিলারা নাহার বাবু, রেজিনা পারভিন, মুক্তি প্রসাদ, সাহিদুল আলম টুকু, শিখা রউফ ও পারভেজ চৌধুরী প্রমুখ। সাউন্ড তত্ত্বাবধানে ছিলেন মোর্তজা শোয়েব।