হোয়াইট হাউসের ইফতার বর্জন মুসলিম সংগঠনগুলোর

আমেরিকার মুসলিম সংগঠনগুলোর নেতৃবৃন্দ হোয়াইট হাউসের ইফতার পার্টি বর্জন করেছে। হোয়াইট হাউসে ১৭ মে এ ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।
হোয়াইট হাউসের ইফতার পার্টিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, অর্থমন্ত্রী স্টিভেন মানচিনসহ ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা অংশ নেন।
ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের মুসলিম সংগঠনগুলোর নেতারা এবারের ইফতার পার্টি বর্জন করেন। কারণ হিসেবে আমেরিকান ইসলামিক রিলেশনসের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম কমিউনিটিসহ বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদী নীতি প্রণয়ন করে নিজেকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের সমর্থক বলে প্রমাণ করেছেন। তাই তাঁর ডাকা ইফতার পার্টিতে যোগ দেওয়াটা বিব্রতকর মনে হয়েছে।