নিউইয়র্কে করোনায় বিএনপির সাবেক নেতার মৃত্যু

আজাদ বাকের
আজাদ বাকের

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমিউনিটি সংগঠক আরেকজন বাংলাদেশি আমেরিকানের মৃত্যু হয়েছে। ৬ এপ্রিল ভোরে এলমহাস্ট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম আজাদ বাকের। তাঁর ছেলে রোহান হোসেন তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজাদ যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৮ দিন ধরে এলমহাস্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

এ নিয়ে আমেরিকায় করোনায় এখন পর্যন্ত ৭৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একদিন আগেই বাংলাদেশ সোসাইটির দুইবারের প্রেসিডেন্ট কামাল আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সোসাইটির সাবেক সভাপতি আজিজ মোহাম্মদও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন।