মাস্ক না পরলে কাস্টমারকে বের করে দেওয়া যাবে

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স

মাস্ক বা মুখ আচ্ছাদন না করলে নিউইয়র্কে যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কাস্টমারকে বের করে দেওয়া যাবে। সম্প্রতি এ সম্পর্কিত এক নির্দেশনায় এ কথা বলেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

নিউইয়র্কের গভর্নর এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, 'নিউইয়র্কে করোনাভাইরাস ইউরোপ থেকে এসেছে। অঙ্গরাজ্যের প্রবীণ ও স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন সব মানুষ এখনও মৃত্যুর ঝুঁকিতে। মৃত্যুর সংখ্যা আমরা যতোটা সম্ভব নামিয়ে আনাতে চাই।'
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নিউইয়র্ক ধাপে ধাপে খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য নানা সতর্কতামূলক পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। গভর্নর বলেছেন, তিনি নির্বাহী আদেশ জারি করে ব্যবসাপ্রতিষ্ঠানে মাস্ক পরা বা মুখ আচ্ছাদন করা বাধ্যতামূলক করে দিচ্ছেন। এ নিয়ে বিতর্ক হবে কি না, এমন প্রশ্নের জবাবে বলেছেন, তা হবে। নিউইয়র্কে কাউকে 'গুড মর্নিং' বললেও বিতর্ক হয়। কেউ বলতে পারে মাস্ক ছাড়া চলাফেরা তার অধিকার। তবে ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের রক্ষা করবে, অন্য কাস্টমারকে রক্ষা করবে। যারা বিতর্ক করবে, তাদের বের করার অধিকার রাখে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান।
গভর্নর কুমোর সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিখ্যাত কমেডিয়ান ক্রিস রক এবং অভিনেত্রী রোজি পেরেজ। ক্রিস রক বলেন, তিনি দেখেছেন ব্রুকলিনে সম্ভবত ৪০ শতাংশ লোক মাস্ক ব্যবহার করছে। ক্রিস বলেন, 'দুঃখজনক হচ্ছে আমাদের স্বাস্থ্যটা রাজনৈতিক হয়ে উঠেছে। কেউ কেউ মাস্ক না পরাকে আভিজাত্য মনে করছে।'


রোজি পেরেজ বলেন, 'আমরা ল্যাটিনো এবং আফ্রিকান আমেরিকানদের মাস্ক পরার ওপর গুরুত্ব দিচ্ছি। সবাইকে অজ্ঞতা পরিহার করে নিজের জন্য, অপরের স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই মাস্ক পরার আহ্বান জানাচ্ছি।'