রাজনৈতিক দলে নারী

নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের কমিটিতেও নারীদের যথাযোগ্য স্থান দেওয়া দরকার। বাংলাদেশ আওয়ামী ল‌ীগের গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের সকল মূল কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য সম্পৃক্ত করা হবে। কিন্তু এবারে আওয়ামী লীগের কাউন্সিলে দলের মূল কমিটিতে মাত্র ১৮ দশমিক ৫০ শতাংশ নারীকে রাখা হয়েছে। এখনো ১৪ দশমিক ৫০ শতাংশ নারী সদস্য সম্পৃক্ত করা হয়নি।

দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন নারী। বিরোধী দলের নেতাও একজন নারী। আরও বলা যেতে পারে, সংসদের স্পিকারও একজন নারী। তাহলে সরকারি দলের মূল কমিটিতে গঠনতন্ত্র মাফিক ৩৩ শতাংশ নারীকে কেন সম্পৃক্ত করা হবে না?

নারীদের দলে সদস্য হিসেবে সম্পৃক্ত করা হলে গণতন্ত্রচর্চা ও সুশাসন নিশ্চিত করা সহজতর হবে। আওয়ামী লীগের বর্তমান নবাগত সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান, দলের মূল কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য সম্পৃক্ত করুন। সেটা করলে আপনারা দৃষ্টান্ত স্থাপন করবেন।

মকবুল হোসেন

রংপুর।