বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ

বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করা হলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার বড় রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। রেলপথ হলে বগুড়া-ঢাকা মহাসড়কে যানজট কমে যাবে, রংপুর-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমে আসবে, ঈদের আগে ও পরে যথাক্রমে ঢাকাফেরত ও ঢাকাগামী মানুষের যাতায়াতের দুর্ভোগ কমে আসবে, রংপুর ও বগুড়াবাসী নির্বিঘ্নে আরামদায়ক ভ্রমণ করতে পারবে, রেলকে লাভজনক করা যাবে, পণ্য ও মালামাল পরিবহন সহজ হবে। যোগাযোগব্যবস্থা যত সহজ হবে, মানুষের কষ্টও ততটাই কমবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। রাজধানীর সঙ্গে সব জেলা শহরের রেল যোগাযোগ স্থাপিত হলে এই এলাকার মানুষের প্রভূত উন্নতি হবে।

মো. আবদুর রাজ্জাক, সিরাজগঞ্জ।