চেক প্রতারণা

আমাদের সরকার বিদেশের মতো চেকের মাধ্যমে অর্থ লেনদেনের নিরাপদ ব্যবস্থা চালু করেছে। কিন্তু কতিপয় প্রতারক
ভুয়া চেক দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে চলেছে।
চেক জমা দিলে দেখা যায়, ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। একটি সংগঠিত চক্র অবসরপ্রাপ্ত কর্মচারী, এতিম, বিধবা ও সহজসরল মানুষদের টার্গেট করছে। চেক জালিয়াতির মামলা করে রায় পেতে বছরের পর বছর সময় লাগে। সেই সুযোগে তারা পাওনাদারদের টাকায় ব্যবসা করে খায়।
এখনকার বাস্তবতায় ২০০ বছরের পুরোনো আইন যুগোপযোগী করতে হবে। রায় প্রকাশের আগে জামিন দেওয়া নিষিদ্ধ করতে হবে। এর সঙ্গে এক লাখ টাকার চেক জালিয়াতির জন্য পাঁচ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের পরিবর্তে বেশি কারাদণ্ড দিতে হবে।
এ ছাড়া আর্থিক লেনদেন নিরাপদ করার জন্য আরও অনেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
খোন্দকার আব্দুল হামিদ
কুষ্টিয়া।