শ্রেণিকক্ষ সংকট

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সব বিভাগের জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রেণিকক্ষ থাকলেও ইতিহাস বিভাগের জন্য তা নেই। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন নিয়মে ক্লাসের রুটিন মেলাতে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। শ্রেণিকক্ষ–সংকটের কারণে আগে সকাল-বিকেল ক্লাস নিতে হতো। বিশ্ববিদ্যালয় দুই দিন বন্ধ হওয়ায় ক্লাসের সংখ্যা বেড়েছে। এখন সকাল-বিকেল ক্লাস নিয়েও হিসাব মেলাতে পারছে না ইতিহাস বিভাগ। ফলে ছাত্রছাত্রীদের এক ক্লাস শহীদুল্লাহ্‌ কলা ভবনে করে অন্য ক্লাসের জন্য দৌড়াতে হচ্ছে সিরাজী ভবনে। এই সংকটের সমাধান না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। 

মোরছালিন ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়।