বন্যায় কৃষি

বন্যা একটি দুর্যোগের নাম, যে দুর্যোগ মানুষকে বিপন্ন করে দেয়। সেই দুর্যোগ নিয়ম করে প্রায় প্রতিবছরই দেশে হানা দেয়। দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল। ঘরবাড়ি ডুবে গিয়েছিল। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। বন্যার কারণে নদীভাঙনের সৃষ্টি হয়ে অসংখ্য ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি ও ফসল নষ্ট হয়ে কৃষকেরা নিরুপায় হয়ে গেছেন।

বলার অপেক্ষা রাখে না, বন্যায় কৃষকের ক্ষতিই বেশি হয়। ফসল নষ্ট হলে যেমন তাঁদের ক্ষতি, তেমনি এতে খাদ্য উৎপাদনে ভীষণ ঘাটতি হবে, যা দেশের বিরাট ক্ষতির কারণ হবে। বিদেশ থেকে চাল আমদানি করে কত দিনই বা চালানো যাবে। দেশের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ও কৃষককে গুরুত্ব দিতে হবে। অন্যথায় দেশের কৃষি ও কৃষকের সুফল আসবে না।

মো. আজিনুর রহমান, নীলফামারী।