থেকেই যাচ্ছে ঝুঁকি ও শঙ্কা

এএনএম মুনিরুজ্জামান
এএনএম মুনিরুজ্জামান

বাংলাদেশ থেকে যেসব উগ্রপন্থী বিদেশে গেছে, তাদের বেশ কিছুসংখ্যক আবার দেশে ফিরে আসার চেষ্টা করবে। এ ছাড়া তারা দেশের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে চলেছে। কাজেই তাদের যে মতবাদ বা তাদের যে কার্যক্রম, তার একটা সরাসরি প্রভাব আমাদের দেশের উগ্রপন্থী ব্যক্তি বা সংগঠনগুলোর ওপর পড়বে। বিশেষ করে যদি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশে প্রবেশ করতে পারে। যেটা অনেক ক্ষেত্রে হয়তো সম্ভব হবে। কারণ, আমাদের যে বিশাল সীমান্ত আছে, সেগুলো অনেক ক্ষেত্রে অরক্ষিত। এগুলোকে সম্পূর্ণভাবে ওয়াটারটাইট করে ফিলআপ করা সম্ভব হয় না। জঙ্গিরা প্রচলিত-অপ্রচলিত সব ধরনের পথেই ঢোকার সুযোগ খুঁজবে।

আর তাঁরা ঢুকতে পারলে তাঁদের বর্তমান যে কর্মকাণ্ড বা মতবাদ, সেটা বাংলাদেশে তাদের যোগাযোগের মধ্যে থাকা ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের ওপর বিস্তার করতে সক্ষম হবে। তাই আমাদের এখানে ঝুঁকির যে আশঙ্কা, সেটা সব সময় থেকে যাচ্ছে। তাই এদিকে সরকারের দৃষ্টি রাখার প্রয়োজন আছে।

লেখক: প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ।