অনাকাঙ্ক্ষিত মৃত্যু

আমরা যে রাষ্ট্র, সমাজ, পরিবার, মানুষ সম্পর্কে সচেতন নই, তার প্রমাণ আমরা পাই গত বছরের শিশু জিহাদ এবং এ বছর শিশু নীরবের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মধ্য দিয়ে। এভাবে মৃত্যু আমরা কখনো মেনে নিতে পারি না। আমার সন্তানের নিরাপত্তা আমার সঙ্গে রাষ্ট্রকেও নিশ্চিত করতে হবে। প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভায় জনপ্রতিনিধি ও সরকারের জনবল আছে। তারপরও এভাবে আমরা আদরের সন্তানদের হারাচ্ছি। আমাদের জন্য এটা যে কত বেদনাদায়ক, শুধু স্বজনহারা ব্যক্তিরাই তা জানেন।
এই পরিস্থিতির উত্তরণের জন্য খোলা ম্যানহোলগুলো অবশ্যই বন্ধ করতে হবে, তার ঢাকনার ব্যবস্থা করতে হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এটা নিশ্চিত করতে হবে যে এসব বিপজ্জনক জায়গাগুলো যেন অরক্ষিত না থাকে।
সিদ্দিকা ফেরদৌস
গাইবান্ধা।