সপ্ত শৃঙ্গ বিজয়

ওয়াসফিয়া নাজনীন বাংলাদেশের প্রথম কোনো নারী হিসেবে সেভেন সামিট তথা সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের চেতনাকে পরিপূর্ণ করার একটি প্রয়াস হচ্ছে এই অভিযান। যাঁরা এ দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি এই জয় উৎসর্গ করেছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এই অভিযান সফল করার জন্য আমরা ওয়াসফিয়া নাজনীনের কাছে কৃতজ্ঞ। এমন ঘটনা আমাদের আশাবাদী করে তোলে।
কারণ, এই অঙ্গীকার বাস্তবায়ন করতে তাঁকে অনেকবার কঠিন বিপদের সম্মুখীন হতে হয়েছে। এ দেশের তরুণ প্রজন্ম আমাদের দেশকে বিশ্বে পরিচিত করাতে কাজ করবে। এ দেশের নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশের মেয়েরা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় দিন দিন আন্তর্জাতিক মান অর্জন করছেন। ক্রিকেটে নারীরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। চেষ্টা, মনোবল ও পরিশ্রম করলে এ দেশের অনেক নারীই ওয়াসফিয়া নাজনীনের মতো কঠিন উদ্যোগে সফল হতে পারবেন। পরিশেষে এই কীর্তিমান নারীকে অভিনন্দন, তাঁর এই অনবদ্য কৃতিত্ব অর্জন এবং বাংলাদেশের পতাকা পৃথিবীর সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওড়ানোর জন্য।
মো. আরিফুর রহমান, ঢাকা।