ফুটওভার ব্রিজ

ধানমন্ডি একটি জনবহুল এলাকা। স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মার্কেট ও হাসপাতালে সয়লাব হয়ে গেছে এই এলাকা। এই এলাকার মূল সড়ক সাতমসজিদ সড়ক। বিশাল এই সড়ক মোহাম্মদপুর থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত বিস্তৃত। এই সড়ক দিয়ে প্রতিদিন পারাপার হয় লাখো মানুষ। অথচ এই বিশাল সড়ক পারাপারের জন্য রয়েছে মাত্র একটি ওভারব্রিজ।

ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পার হতে হচ্ছে। বিশেষ করে আবাহনী মাঠসংলগ্ন পথটি সবচেয়ে বিপজ্জনক। এখানে চারদিকেই গাড়ি চলাচল করে। অথচ এই পথই রাস্তা পারাপারের জন্য মানুষ বেশি ব্যবহার করে। এত বড় সড়কটির জন্য আরও কয়েকটি ওভারব্রিজের প্রয়োজনীয়তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এর মধ্যে বয়স্ক প্রবীণ মানুষ, শিশু ও নারীদের কথা বিবেচনা করে চলন্ত সিঁড়িসহ একটি ওভারব্রিজের প্রয়োজনীয়তা সর্বাধিক। আশা করা যায়, এতে যানজটও কমবে।

মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।