প্যানডোরার রাজ্যে স্বাগত

অ্যাভাটার সিনেমার নানা চরিত্র উঠে এসেছে বাস্তবে
অ্যাভাটার সিনেমার নানা চরিত্র উঠে এসেছে বাস্তবে

জেমস ক্যামেরনের বিখ্যাত চলচ্চিত্র অ্যাভাটার-এ উঠে এসেছিল প্যানডোরা নামের একটি গ্রহের স্থানীয় বাসিন্দাদের প্রকৃতিকে বাঁচানোর আপ্রাণ লড়াইয়ের গল্প। তারা পৃথিবীবাসীকে বুঝিয়েছিল, অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব। ক্যামেরনের সেই কল্পিত প্যানডোরা গ্রহের অনুরূপে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিজনি ওয়াল্ট অ্যানিমেল কিংডম থিম পার্ক। প্রায় ৫০ কোটি ডলার খরচ হয়েছে এটা তৈরি করতে। এ মাসের শেষ দিকে উদ্বোধন হবে এই প্যানডোরা।

.
.

প্যানডোরার রাজ্যকে বাস্তবে রূপ দিতে তৈরি করা হয়েছে একটি বিশালাকৃতির তাঁবু, যার ভেতরে ত্রিমাত্রিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এমন এক আবহ, যেখানে প্রবেশ করলে দর্শনার্থীরা নিজেদের অ্যাভাটারের উড়ন্ত বানশির ওপর কল্পনা করবেন। আর সামনে আবির্ভাব ঘটবে বিশালাকৃতির একদল নাভে এলিয়েনের। পুরো পাঁচ মিনিটের এই যাত্রায় চাঁদের

.
.

আলো, ঝরনাধারা, জলজ প্রাণী আর কৃত্রিম ঢেউয়ের খেলায় খেলায় দর্শনার্থীরা অনুভব করতে পারবেন প্যানডোরার পুরো জগৎটাকেই।
আরও মজার ব্যাপার হচ্ছে, শুধু ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে প্যানডোরায় ঘোরার অনুভূতিই নয়, সেখানে স্বাদ নেওয়া যাবে প্যান্ডোরাবাসীর খাবারেরও!
সূত্র: ডেইলি মেইল