তারকাদের নতুন বছরের প্রতিজ্ঞা

>বর্ষপঞ্জির হিসাবে আর দিন চারেক পরই নতুন বছর। নতুন বছর মানেই নতুন উদ্যম, নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়া। তারকারাও নতুন বছরের জন্য লক্ষ্য আর প্রতিজ্ঞা ঠিক করেন। টুইটার বা ইনস্টাগ্রামের মারফতে সেই প্রতিজ্ঞার খোঁজ খুব দ্রুতই সবাই জেনে যায়। এবার জেনে নিন কয়েকজন তারকা ২০১৮ সালের জন্য কী কী পণ করলেন।

মুঠোফোনে কম সময় দেবেন ভিক্টোরিয়া

হাল আমলের ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহাম ২০১৮ সাল চ্যালেঞ্জের বছর হবে বলে ভোগ সাময়িকীকে জানিয়েছেন। স্পাইস গার্লসের সাবেক এই সদস্যের ভাষ্য, ‘কর্মজীবী মা হিসেবে সবকিছু করা বেশ কঠিন। নতুন বছরের জন্য আমার লক্ষ্য একটাই, ঘড়িতে যখনই ছয়টা বাজবে, তখনই আমি মুঠোফোন বন্ধ করে পরিবারকে সময় দেব।’

 জীবন আরও উপভোগ করবেন ইরফান

বলিউড অভিনয়শিল্পী ইরফান খান আগামী বছর বেশ উপভোগ করতে চান। নিজের জীবন নিয়ে সুখী এই তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অভিনয় করে বেঁচে থাকাই আমার সব। ব্যস্ততার মধ্যে জীবনকে আরও উপভোগ করতে চাই, বুঝতে চাই।’

 কিমের জন্য পামেলার পণ

মডেল পামেলা অ্যান্ডারসন আলোচিত তারকা কিম কার্দেশিয়ানকে ২০১৮ সালের জন্য ভিন্ন রকমের প্রতিজ্ঞা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। গত নভেম্বর পামেলা এক চিঠিতে কিমকে লিখেছেন, ‘চেষ্টা করলে আমার মতো আপনিও লোমশ পোশাক পরিহার করতে পারেন। যেসব পোশাকে প্রাণীর লোম ব্যবহার করা হয়, তা আমরা ব্যবহার না করলে আমাদের ভক্তরাও তা কিনবে না। এ ধরনের পোশাক তৈরির জন্য অনেক প্রাণী হত্যা করা হয়। আগামী বছর আমরা এই হত্যা বন্ধে কাজ করতে পারি।’

 বই আর চশমা নিয়ে বইমেলায় যাবেন এমা

হ্যারি পটার তারকা এমা ওয়াটসন কয়েক বছর ধরেই বই পড়ার বাতিকে আছেন। এমা ২০১৮ সালে আরও বেশি বই পড়বেন বলে লিখেছেন তাঁর ইনস্টাগ্রামে। শুধু তা-ই নয়, বিভিন্ন বইমেলায়ও নাকি ঘুরতে যেতে চান এই অভিনয়শিল্পী। এমা জানান, ‘বই আর চশমা নিয়ে বইমেলায় ঘোরাঘুরি করাই আগামী বছরের লক্ষ্য আমার।’

 নতুন টেইলরের সন্ধানে টেইলর

‘নিজেকে আমি আরও প্রাণবন্ত ও সবার কাছে নতুন করে উপস্থাপন করতে চাই’—এভাবেই এক সাক্ষাৎকারে ২০১৮ সালের প্রতিজ্ঞার কথা জানিয়েছেন গায়িকা টেইলর সুইফট। তরুণদের সামনে নিজেকে নতুন করে আগামী বছর রোলমডেল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন এই গায়িকা।

 নারীদের জন্য কাজ করবেন নাটালিয়া

কয়েক বছর ধরেই রুপালি পর্দার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বেশ ব্যস্ত অভিনেত্রী নাটালিয়া পোর্টম্যান। সামাজিক কাজের জন্য এ বছরের নভেম্বরে প্রায় এক লাখ অর্থমূল্যের একটি পুরস্কার জিতেছেন। তাঁর চারপাশের নারীরা যেন নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন, তা নিয়ে ২০১৮ সালে ব্যস্ত থাকতে চান নাটালিয়া।

 সবজির বার্গার খাবেন লিও

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও এ বছরের মাঝামাঝিতে সবজির বার্গার তৈরির কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেন। পরিবেশসচেতন লিও আগামী বছর নাকি মাংসের কোনো বার্গারই ছুঁয়ে দেখবেন না বলে টুইট করেছিলেন গত অক্টোবরে—‘কার্বন কমানোর জন্য আগামী বছর থেকে শাকসবজির সব খাবার থাকবে আমার মেনুতে, এমনকি সবজির বার্গারও। মাংসকে না বলুন।’

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: ভোগ