সেই ছেলেটি

যে ছেলেটি পথে ঘুমায়
রাত কেটে যায় মশার চুমায়
সুখের নাগাল পায় না
তার কি আছে ঈদের দিনে
নতুন জামার বায়না?

যে ছেলেটির ক্ষুধার জ্বালা
যার হাতে রয় শূন্য থালা
দু মুঠো ভাত পায় না
তার কি আছে ঈদের দিনে
ঈদি পাওয়ার বায়না?

এই ছেলেটির কে আর আপন
রৌদ্রে পোড়া-শীতের কাঁপন
কাঁদবে কে তার দুঃখে?
কেউ কাঁদে না-কাঁদবে না কেউ
ঈদের দিনে সাধবে না কেউ
ডাকবে না সেও সুখকে।

সেই ছেলেটি পথের শিশু
পথেই কাটে রোজ তার
ঈদের দিনেও উদোম শরীর
কেউ রাখে না খোঁজ তার।