গোলাপে-কার্ডে ভালোবাসা দিবস

  • ভালোবাসা দিবসে প্রতিবছর মানুষ প্রায় ১০০ কোটি কার্ড আদান-প্রদান করে।
  • ভালোবাসা দিবস উপলক্ষে কার্ড আদান-প্রদানের রীতি শুরু হয় ১৭০০ সালে। সেটা বাণিজ্যিক রূপ পায় ১৮৪০ সালের পর।
  • খুচরা পণ্য বিক্রেতাদের তথ্য থেকে একটি পরিসংখ্যানে দেখা গেছে, ৩ শতাংশ প্রাণিপ্রেমিক নিজের পোষা প্রাণীর জন্য ভালোবাসা দিবসে কার্ড বা অন্য কোনো উপহার কেনেন।
  • ভালোবাসা দিবসে যত মানুষ গোলাপ কেনে, তার মধ্যে ৭৩ শতাংশ পুরুষ এবং ২৭ শতাংশ নারী।
  • উপহার হিসেবে ১৮৬৮ সালে প্রথম হৃদয় আকৃতির চকলেট বাক্সের চল শুরু হয়। রিচার্ড ক্যাডবেরি এই প্রথা শুরু করেন। এখন প্রতিবছর ভালোবাসা দিবসে গড়ে ৩ কোটি ৬০ লাখ হৃদয় আকৃতির ভালোবাসার চকলেট বাক্স বিক্রি হয়।
  • অনেকে ১৪ ফেব্রুয়ারিকে ‘সিঙ্গেল অ্যাওয়ারনেস ডে’ বা এসএডি দিবস হিসেবে পালন করে!
  • ১৫৩৭ সালে ব্রিটিশ রাজা সপ্তম হেনরি প্রথম ১৪ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনস ডে হিসেবে ঘোষণা করেন।
  • রোমান ভালোবাসার দেবী ভেনাসের প্রিয় ফুল গোলাপ বলেই ভালোবাসা দিবসে লাল গোলাপের চল শুরু হয় ইউরোপে।
  • এই বিশেষ দিনটিতেই সারা বিশ্বে গড়ে ২ লাখ ২০ হাজার মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়।
  • রোমিও-জুলিয়েট স্মরণে ইতালির ভেরোনা শহরে জুলিয়েটের নামে প্রায় ১ হাজার চিঠি জমা হয় ভালোবাসা দিবসে।

টাইম, হিস্ট্রি ডটকম ও লিস্ট ২৫ অবলম্বনে
জাহিদ হোসাইন খান