ভালোবাসার এই দিনে

গতকাল ছিল পয়লা ফাল্গুন। বুধবার বিশ্ব ভালোবাসা দিবস। শহরে বসন্তের যে রং লেগেছে, তা যেন আরও বেশি গাঢ়, আরও বেশি উজ্জ্বল হয়েছে আজ—ভালোবাসা দিবসে। নানা আয়োজনের মধ্য দিয়ে নগরবাসী পালন করছে ভালোবাসা দিবস। অনেকেই প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। একে অন্যের জন্য উপহার হিসেবে কিনেছেন বই, ফুল আরও কত কি। অনেকেই প্রিয়জনের সঙ্গে গিয়েছেন বইমেলায়। বন্ধুদের সঙ্গে আড্ডায় দিনটি কাটিয়েছেন কেউ কেউ।

মনের কথা প্রকাশ করতে অনেকই নির্ভর করেছেন লাল গোলাপের ওপর। গোলাপই যেন বয়ান করছে মনের না-বলা কথা। শাহবাগ, ঢাকা। ছবি: দীপু মালাকার
মনের কথা প্রকাশ করতে অনেকই নির্ভর করেছেন লাল গোলাপের ওপর। গোলাপই যেন বয়ান করছে মনের না-বলা কথা। শাহবাগ, ঢাকা। ছবি: দীপু মালাকার
হাঁটতে হাঁটতে বইমেলায়। ভালোবাসা দিবসের রং লেগেছিল বইমেলাতেও। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
হাঁটতে হাঁটতে বইমেলায়। ভালোবাসা দিবসের রং লেগেছিল বইমেলাতেও। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
বইমেলা আজ সারা দিন মুখরিত ছিল তরুণ-তরুণীদের পদচারণে। বইয়ের কাটতিও ছিল ভালো। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
বইমেলা আজ সারা দিন মুখরিত ছিল তরুণ-তরুণীদের পদচারণে। বইয়ের কাটতিও ছিল ভালো। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
অনেকেই প্রিয়জনদের জন্য কিনেছেন উপহার। ভালোবাসা দিবস বলে কথা। হাতিরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম
অনেকেই প্রিয়জনদের জন্য কিনেছেন উপহার। ভালোবাসা দিবস বলে কথা। হাতিরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম
কার্ডের তেমন প্রচলন নেই। তবে উপহারের সঙ্গে এখনো অনেকে কার্ড কেনেন। হাতিরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম
কার্ডের তেমন প্রচলন নেই। তবে উপহারের সঙ্গে এখনো অনেকে কার্ড কেনেন। হাতিরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম
প্রতিটি দিনই হোক ভালোবাসা দিবস— এই ছিল অনেকের প্রত্যাশা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবি: দীপু মালাকার
প্রতিটি দিনই হোক ভালোবাসা দিবস— এই ছিল অনেকের প্রত্যাশা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবি: দীপু মালাকার