শীতকালীন অলিম্পিক

শীতকালীল অলিম্পিকে পুরুষদের স্কিইং প্রতিযোগিতার এক মুহূর্ত
শীতকালীল অলিম্পিকে পুরুষদের স্কিইং প্রতিযোগিতার এক মুহূর্ত

*   প্রথম শীতকালীন অলিম্পিক আসর বসেছিল ফ্রান্সের চামোনিক্স শহরে, ১৯২৪ সালে।

*    ফিগার স্কেটিং ও আইস হকি খেলা দুটো গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে শীতকালীন অলিম্পিকে যুক্ত হয় প্রথম আসরেই।

*   ১৯৯৪ সালের আগে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক একই বছর অনুষ্ঠিত হতো।

*   শীতকালীন অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি পদক জয় করেছেন নরওয়ের ক্রীড়াবিদেরা। চলতি আসরের আগে পর্যন্ত দেশটির নামের পাশে আছে ১১৮ সোনা, ১১১ রৌপ্য, ১০০টি ব্রোঞ্জের পদক। ব্যক্তিগত সর্বোচ্চ পদক জিতেছেন নরওয়ের ওলে আইনার বর্নদালেন, ৮টি সোনাসহ তাঁর পদকসংখ্যা ১৩।

এবারের শীতকালীন অলিম্পিকের দুই মাসকট
এবারের শীতকালীন অলিম্পিকের দুই মাসকট

*    দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে চলছে শীতকালীন অলিম্পিকের ২৩তম আসর। ৯২টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের আয়োজনে।

*    এ আয়োজনে খরচ হচ্ছে প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার। খরচের দিক থেকে আগে অনুষ্ঠিত যেকোনো শীতকালীন অলিম্পিক আসরের মধ্যে যা সর্বোচ্চ।

*   উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সঙ্গে নামের বিভ্রাট হওয়ার আশঙ্কা থেকে ইংরেজিতে পিয়ংচ্যাং শব্দটির ‘সি’ বর্ণটি কয়েক মাস আগে থেকে বড় হাতের অক্ষরে লেখা শুরু হয়।

*    এবারের শীতকালীন অলিম্পিকের মাসকট একটি বাঘ ও একটি ভাল্লুক। সাদা বাঘের নাম সোহোরাং এবং ভাল্লুকের নাম বান্দাবি।

*    দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে বিগ এয়ার স্নোবোর্ডিং, ফ্রি স্টাইল স্কিইং, ম্যাস স্টার্ট স্পিড স্কেটিং ও মিক্সড ডবল কার্লিং নামে নতুন ৪টি খেলা যুক্ত হয়েছে।

*   এবারই প্রথম কোনো অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি দল হয়ে অংশ নিচ্ছে কোরিয়া নামে।

লস অ্যাঞ্জেলেস টাইমস, মিরর, সিএনএন অবলম্বনে জাহিদ হোসাইন খান