প্রাণভরে বাঁচো

১৯৮৬ সালের ক্যামেরুনের একটি গানের আবহে ২০১০ বিশ্বকাপের গান ওয়াকা ওয়াকা তৈরি হয়। শাকিরার গাওয়া এই গানটির ভিডিওতে জনপ্রিয় ফুটবলার মেসি ও রোনালদোকে দেখা যায়। ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায় গানটি। ২০১৮ সালের ৭ জুন পর্যন্ত ইউটিউবে শাকিরার ব্যক্তিগত চ্যানেলে গানটির ভিডিও ১৮৬ কোটি বারের বেশি দেখা হয়েছে। গীতিকার: শাকিরা ও ফ্রেশলিগ্রাউন্ড
১৯৮৬ সালের ক্যামেরুনের একটি গানের আবহে ২০১০ বিশ্বকাপের গান ওয়াকা ওয়াকা তৈরি হয়। শাকিরার গাওয়া এই গানটির ভিডিওতে জনপ্রিয় ফুটবলার মেসি ও রোনালদোকে দেখা যায়। ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায় গানটি। ২০১৮ সালের ৭ জুন পর্যন্ত ইউটিউবে শাকিরার ব্যক্তিগত চ্যানেলে গানটির ভিডিও ১৮৬ কোটি বারের বেশি দেখা হয়েছে। গীতিকার: শাকিরা ও ফ্রেশলিগ্রাউন্ড

গীতিকার: নিকি জ্যাম, উইল স্মিথ, ডিপলো ও এরা ইসত্রেফি

কণ্ঠ: উইল স্মিথ, নিকি জ্যাম ও এরা ইসত্রেফি

প্রযোজক: ডিপলো

অ্যালবাম: অফিশিয়াল সং ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া 

[সূচনা: এরা ইসত্রেফি]

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ 

[ কোরাস: নিকি জ্যাম]

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে 

[পদ্য ১: এরা ইসত্রেফি]

        ঐক্যের শক্তিতে জাগো, ঐক্যের শক্তিতে দৃঢ় হও

        তুলে ধরি পতাকা, পিঠে বই গর্ব

        আলোয় জ্বলে উঠি যখন, মনে হয় আমরাই সেরা

        আমাদের আছে শক্তি, সবকিছু শুধরে নেওয়ার 

[ কোরাস: এরা ইসত্রেফি]

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে 

[দ্বিতীয়-কোরাস: এরা ইসত্রেফি]

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ 

[সূচনা: এরা ইসত্রেফি]

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ 

[ কোরাস: নিকি জ্যাম]

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে 

[পদ্য ১: এরা ইসত্রেফি]

        ঐক্যের শক্তিতে জাগো, শক্তিতে দৃঢ় হও

        তুলে ধরি পতাকা, পিঠে বই গর্ব

        আলোয় জ্বলে উঠি যখন, মনে হয় আমরাই সেরা

        আমাদের আছে শক্তি, সবকিছু শুধরে নেওয়ার 

[ কোরাস: এরা ইসত্রেফি]

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা আমরা পেয়েছি একটাই জীবন

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে

        জীবন তো একটাই, প্রাণভরে বাঁচো, কেননা জীবন আর পাব না ফিরে 

[দ্বিতীয়-কোরাস: এরা ইসত্রেফি]

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

        ওহ-ওহ, ওহ-ওহ-ওহ-ওহ

 [সমাপ্তি: এরা ইসত্রেফি]

        লক্ষ্য ছোঁয়াই জিতে যাওয়া

        লক্ষ্য ছোঁয়াই জিতে যাওয়া

        লক্ষ্য ছোঁয়াই জিতে যাওয়া

        লক্ষ্য ছোঁয়াই জিতে যাওয়া

অনুবাদ: শিবব্রত বর্মন