কে তিনি

প্রত্নতত্ত্ববিদেরা বেশ ধন্দে পড়ে গেছেন। তিন হাজার বছর আগের একটি ভাস্কর্যের সন্ধান পেয়েছেন তাঁরা। বুঝতে পারছেন, কোনো এক রাজার ভাস্কর্য এটি। কিন্তু সেই রাজা কে, তা কিছুতেই আবিষ্কার করা যাচ্ছে না।

ভাস্কর্যটি পাওয়া গেছে লেবাননের সঙ্গে সীমান্তবর্তী ইসরায়েলের আবেল বেথ মাকাহ এলাকায় গত বছর। পাঁচ সেন্টিমিটারের এই প্রস্তরমূর্তি লৌহযুগের। গবেষকদের ধন্দে পড়ার অন্যতম কারণ, মূর্তিটির চুলের ছাঁট। ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ নামা ইয়াহালোম-ম্যাক বলেন, প্রস্তরমূর্তিটি ইসরায়েলের রাজা আহাব কিংবা জিহুর, দামেস্কের রাজা ইথোবাল অথবা আরমেনীয় রাজা হাজায়েলের হতে পারে।