ক্ষুধা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

একদিন বিকেলে আমি টাঙ্গাইল পুরোনো বাসস্ট্যান্ড দিয়ে নিরালা মোড়ে যাচ্ছিলাম। হঠাৎ করে মধ্যবয়স্ক একজন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কী আপনার সঙ্গে কথা বলতে পারি? মনের মধ্যে ভয় নিয়ে বললাম, বলেন। লোকটি বললেন, আমি যা বলব আপনি হয়তো বিশ্বাস করবেন না, তবুও বলি। আমার বাড়ি কুষ্টিয়া। কাজের জন্য স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় গিয়েছিলাম কিন্তু কোনো কাজ না পেয়ে চলে এসেছি।
আমার স্ত্রী-সন্তান খুব ক্ষুধার্ত। আপনি যদি কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতেন। আমি তাঁর স্ত্রী-সন্তানের দিকে তাকিয়ে বুঝলাম, তাঁদের মুখে ক্ষুধার চিত্র ফুটে উঠেছে। আমার কাছে মাত্র ১০০ টাকা ছিল। আমি তাঁদের পাশের এক হোটেলে সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করে দিলাম। তাঁদের মুখে অসহায়ত্বের চিত্র দেখে আমার মনটা যেমন খারাপ হয়ে গেল আবার সামান্য কিছু সহায়তা করতে পেরে মনটা ভালো লাগল। অথচ আমি বাসায় কীভাবে যাব, সে কথা আমার মনেই হলো না।
আবদুল লতিফ
টাঙ্গাইল বন্ধুসভা।